স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সরকারের রূপকল্প বাস্তবায়নে অন্যতম সরকারি সংস্থা। উন্নত দেশের উপযোগী উন্নত গ্রাম ও নগর গড়ার লক্ষ্য নিয়ে এলজিইডি কাজ করছে। এলজিইডি’র প্রকল্পসমূহ দারিদ্র্য বিমোচনসহ এমডিজির লক্ষ্য অর্জনে প্রভাবক হিসেবে কাজ করেছে। একইভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এলজিইডি নিরলসভাবে কাজ করছে।
সরকারের রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ক´বাজার জেলায় বিগত নয় বছরে অনেক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। আরও অনেক কাজ বাস্তবায়নাধীন ও পরিকল্পনাধীন। স্থানীয় উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করতে নিবেদিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এলজিইডি সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বৈশ্বিকভাবে ২০০০-২০১৫ মেয়াদে জাতিসংঘ ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) বাস্তবায়নেও এলজিইডি কাজ করেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এমডিজির ৮টি অভিলক্ষ্যের মধ্যে ৫টি অভিলক্ষ্য অর্জনে এলজিইডি’র পল্লি অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৫-২০৩০ মেয়াদে জাতিসংঘ ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল (এসডিজি)’ নামে নতুন উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এসডিজির ১৭টি অভিলক্ষ্যের মধ্যে ১০টি অভিলক্ষ্য এলজিইডি’র কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। এলজিইডি বিশ্বাস করে, এমডিজির সাফল্যের ধারাবাহিকতায় এসডিজিরও লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস